মিয়া আবদুল হান্নান : হজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শীঘ্রই ওমরা শুরু করার প্রস্তুতিনিচ্ছে সৌদি আরব সরকার। সদ্য সমাপ্ত হজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিগগিরই ওমরাহ কার্যক্রম চালুকরতে যাচ্ছে সৌদি আরব সরকার। হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের উপ মন্ত্রী ড.হুসাইন আল শরিফ সৌদি আরবে সরকারি গেজেটকে বলেন, হজ মন্ত্রণালয় শিগগির ওমরার করার প্রস্তুতি পর্ব শুরু করতে যাচ্ছে। তিনি আরও বলেন, মরণঘাতী মহামারী করোনা ভাইরাস রোধে সবার স্বাস্থ্য সুরক্ষায় সদ্য ১৪৪১-১৪৪২ হিজরির সমাপ্ত হওয়া হজের অভিজ্ঞা কাজে লাগিয়ে ওমরার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হবে ।হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের উপ মন্ত্রী ড. হুসাইন আল শরিফ আরও বলেন, এবারের হজে অংশ গ্রহণকারীদের জন্য সাত দিন হোম কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক ছিল। এ সময় বাড়ি থেকে বের হওয়া নিষিদ্ধ ছিল। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের স্বাস্থ্য নিয়মিত নিরীক্ষণ করেছে। ড. হুসাইন আল শরিফ আরও বলেন, হজ সমাপ্তির পর হাজিদের নিজ বাড়িতে পৌঁছার জন্য যানবাহনেরও ব্যবস্থা করা হয়। এছাড়া হোম কোয়ারেন্টিন ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হাজিদের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্যমন্ত্রণালয়। উল্লেখ্য, মরণঘাতী মহামারী করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ২৭ ফেব্রুয়ারি ২০২০ সালের হজ ও ওমরা কার্যক্রম স্থগিত করে সৌদি আরব সরকার। অতঃপর খুবই সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেন, সৌদি আরব অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিক ও স্থানীয় নাগরিকরা হজে অংশগ্রহণের সুযোগ পায়। মোট এক হাজার হাজি সদ্য সমাপ্ত হওয়া হজে অংশগ্রহণ করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন।
|